দীর্ঘতম সমুদ্র সৈকতে একদিন

নগরজীবনের ব্যস্ততার মাঝে মন চায় স্বস্তির নিশ্বাস নিতে। তাই একঘেয়েমি ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে আপনি ঘুরে আসতে পারেন দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে।
অতি সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন কক্সবাজারে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে। তো চলুন ঘুরে আসি এই সৈকত থেকে।
এই সৈকত ধরে টেকনাফ পর্যন্ত রচনা করা যায় এক অতুলনীয় ভ্রমণের উপাখ্যান। সারি বেঁধে দাঁড়ানো ঝাউ গাছ, এরই মাঝে প্রকৃতির এক অদ্ভূত খেয়াল। এমন এক প্রাকৃতিক নৈসর্গকে প্রাণভরে উপভোগের জন্য এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সদ্য নির্মিত মেরিন ড্রাইভ।
চলুন, কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কপথটি দিয়ে সৈকত ঘুরে আসি।
মেরিন ড্রাইভ সড়কের অবস্থান
বিখ্যাত কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ দিয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার দীর্ঘ সড়কটিই মেরিন ড্রাইভ। এর শুরু হয়েছে কক্সবাজারের কলাতলী মোড়ে আর শেষ হয়েছে টেকনাফের শাপলা চত্বরের জিরো পয়েন্টে।
মেরিন ড্রাইভের নির্মাণ ও তাৎপর্য
বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এই দৃষ্টি নন্দন সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী। ২০১৭ সালের ৬ মে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ২০১৮-এর ২৬ জুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সড়কটিকে সংরক্ষিত পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা করে। শুধু পর্যটনই নয়, এই সড়ক নির্মাণের মধ্য দিয়ে দেশের কর্মসংস্থান বৃদ্ধি,পরিবহন খাতে উন্নতি এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের একটি মঞ্চ স্থাপিত হয়েছে।
কলাতলী বিচ
কলাতলী বিচ কক্সবাজার শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত। কলাতলী সী বিচকে ডলফিন বীচ বলা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের বিশালতার মাঝে কলাতলী সমুদ্র সৈকতটিও অন্যতম। এই সী বিচ কক্সবাজার সমুদ্র সৈকতেকে নতুনত্ব দিয়েছে। এই সী বিচ সূর্যোদয়-সূর্যাস্ত উপভোগ করার জন্য জনপ্রিয়।
প্রয়োজনীয় সতর্কতা
কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত বেশ কয়েকবার বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট পড়বে। এই চেকিংয়ের সময় প্রদর্শনের জন্য জাতীয় এবং পেশাগত পরিচয়পত্র সঙ্গে রাখা জরুরি।জিপ, মাইক্রো, চান্দের গাড়িতে ওঠার সময় গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স দেখে নেওয়া উচিত। সেই সঙ্গে দীর্ঘ পথে ফাঁকা থাকার পরেও গতির উপর চালকের নিয়ন্ত্রণ আছে কি না, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা অপরিহার্য।
সড়কপথসহ,পার্ক,পাহাড় বা সৈকতে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কোনোভাবেই পরিবেশ নোংরা করা যাবে না।
তো চলুন আর বিলম্ব না করে ছুটির দিনে ঘুরেও আসি দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে।