১১৫ বছরের বরেন্দ্র গবেষণা জাদুঘরে যা দেখবেন

বরেন্দ্র ভূমি, সিল্কের শহর, দেশের একমাত্র পরিচ্ছন্ন নগরী হিসাবে রাজশাহী শহরকে বিশেষায়িত করা যায়। রাজশাহীতে কী আছে, এমন প্রশ্নের উত্তরে সবার প্রথমে থাকে ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’। যদিও পূর্বে এর নাম শুধু ‘বরেন্দ্র জাদুঘর’ ছিল।বাংলাদেশের প্রথম জাদুঘর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা এই বরেন্দ্র গবেষণা জাদুঘর। যা এখনো প্রাচীন এবং দূর্লভ-দুষ্প্রাপ্য ঐতিহ্য বহন করে যুগের পর যুগ...