আমাদের গ্রাম: গ্রামের নাম সিদ্ধিনগর

পাবনার চাটমোহর উপজেলার সিদ্ধিনগর গ্রাম এক টুকরো শান্তির নাম। হান্ডিয়াল ইউনিয়নের এই গ্রামটি যেন কোলাহলহীন এক গ্রামীণ কাব্য। যেখানে প্রকৃতি, মানুষ আর সময় একসঙ্গে বেঁধেছে আত্মার বন্ধনে। তবে এই গ্রামের পূর্ব নাম ছিল দুর্গাচরণ। বর্তমানে এটি পরিচিত সিদ্ধিনগর নামে।চলনবিলের এক প্রত্যন্ত অঞ্চলে এই গ্রাম। আর এই নামের পেছনে রয়েছে এই বটগাছের গভীর এক সম্পর্ক। গ্রামের প্রতিটি পুরোনো বটগাছ যেন একেকটি জীবন্ত...