ঈদের ছুটিতে ডে-লং ট্যুরে কেন যাবেন?

১. সময় কম, আনন্দ বেশিযাদের হাতে বেশি সময় নেই, কিন্তু ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য একদিনের ট্যুর দারুণ এক সুযোগ। সকালে বেরিয়ে রাতে ফিরে আসতে পারবেন, তাই কাজের ব্যস্ততার মাঝেও রিফ্রেশ হওয়া সম্ভব।২. বাজেট ফ্রেন্ডলিডে-লং ট্রিপ সাধারণত কম খরচে হয়। হোটেল বা রাতের থাকার খরচ নেই, শুধু যাতায়াত ও খাবারের খরচ হলেই হয়ে যায়।৩. স্ট্রেস কম, এনার্জি বেশিঅনেকেরই লম্বা ট্রিপের ঝামেলা নিতে ভালো লাগে না। একদিনের...