অযোধ্যা মামলার রায়ে খুশি নই : সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী

‘অযোধ্যা মামলা নিয়ে আমরা সুপ্রিম কোর্টের এই রায়কে সম্মান করি। তবে এতে আমরা সন্তুষ্ট নই।’ আজ শনিবার ভারতের বিতর্কিত অযোধ্যা মামলার রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে এমনটাই বললেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানি। এই মামলার পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড রিভিউ পিটিশন করবে বলেও জানান তিনি।
তবে আদালতের এই রায়কে আপাতত মেনে নিতে সবাইকে আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি এই রায়ের বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করতেও বারণ করেন।
এদিন মামলার রায়ের পর জিলানি বলেন, ‘আমরা আদালতের রায়কে সম্মান করি। আমরা সবাইকে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। এটা কোনো হার নয়। এর বিকল্প যা আইনি পথ আছে, তা আমরা খুঁজে বের করব। জমিটি পুরোটা অন্য পক্ষকে দেওয়ায় আমরা সন্তুষ্ট নই।’ তিনি আরো বলেন, ‘আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। রাজীব ধাওয়ানের সঙ্গেও কথা বলব। আমাদের শরিয়ত আইন মেনে আমরা মসজিদ দিয়ে দিতে পারি না। একবার যখন শীর্ষ আদালত সেখানে মসজিদ থাকার কথা স্বীকার করে নিয়েছেন, তাহলে কী করে তা আবার অন্য পার্টিকে দিয়ে দেওয়া হলো? আমি এটাকে ন্যায়বিচার হিসেবে মানি না। মসজিদের ভেতরে যেখানে নামাজ আদায় করা হতো, সেই জমি কী করে আমাদের দেওয়া হয় না।’
আজ শনিবার চরম উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত অযোধ্যা বিবাদ মামলার রায় ঘোষণা করল ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের দেওয়া ঐতিহাসিক এই রায়ে বলা হয়েছে, বাবরি মসজিদ যেখানে ছিল, সে স্থানে শর্তসাপেক্ষে জমি পাবে হিন্দুরা। তবে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের বিকল্প জমি বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত। অযোধ্যাতেই অন্যত্র পাঁচ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। এ বিষয়ে কেন্দ্রকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে তৈরি করতে হবে ট্রাস্ট। তারাই বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের রূপরেখা তৈরি করবে।