‘আমি দুর্নীতিবাজ নই,’ সরকারি কর্মকর্তার নোটিশ ভাইরাল

আপনি যদি সরকারি অফিসে ঠুকেন কোনো কাজের জন্য তাহলে হয়তো মনে মনে ভাবেন কাজটি সমাধা করতে আপনি ঘুষ দিতে হবে। কিন্তু কোনো সরকারি অফিসে গিয়ে যদি দেখতে পান কর্মকর্তা তাঁর মাথার ওপরে ঘুষ না খাওয়ার সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন তাহলে কেমন হবে?
এমনই এক ব্যতিক্রমী কাজ করলেন অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদেতি অশোক। তিনি তাঁর অফিসে নোটিশ টাঙিয়েছেন, ‘আমি দুর্নীতিবাজ নই’! তাঁর লেখা এই নোটিশ এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা ডিএনএ এক প্রতিবেদনে জানায়, দেশটির তেলেঙ্গানা রাজ্যের করিমনগরের এক সরকারি অফিসে এমন অভূতপূর্ব দৃশ্যের দেখা মিলেছে।
ইঞ্জিনিয়ার অশোক ডিস্ট্রিবিউশন করপোরেশন লিমিটেড সংস্থায় কর্মরত। কাজ আদায়ের জন্য লোকে তাঁকে নিয়মিতই ঘুষ সাধেন। আর তাতেই বিরক্ত হয়ে নিজেকে বাঁচাতে ওই নোটিশ টাঙাতে বাধ্য হয়েছেন তিনি। নোটিশে তেলেগু ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে ‘আমি ঘুষখোর নই’।
নোটিশের ব্যাপারে অশোক বলেন, ‘আমি ২০০৪ সালে ইঞ্জিনিয়ারিং পাস করার পর ২০০৫ সালে ডিস্ট্রিবিউশন করপোরেশন লিমিটেড সংস্থায় যোগদান করি। তখন থেকেই আমি নিজেকে ঘুষ থেকে দূরে রেখেছি। কিন্তু আমি অন্যদের ঘুষ নেওয়া থেকে বিরত থাকার জন্য বল প্রয়োগ করতে পারি না। আমি যখন এ বছর পদোন্নতি পাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি আমার অফিসে ঘুষ নেওয়াকে উৎসাহিত করব না। সুতরাং, এর থেকেই আমার মাথায় গত মাসে এই ভাবনাটি আসে।’
নোটিশ যেন কারোর চোখ না এড়ায় সেজন্য অশোক তাঁর চেয়ারের পেছনের দেওয়ালে ঝকঝকে লাল রঙের বোর্ডে সাদা রঙে তেলুগু ভাষায় এই নোটিশ লিখেছেন। প্রায় ৪০ দিন আগে লাগানো এই বোর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।