‘আমি পরম শিব, আদালত আমাকে ছুঁতেও পারবেন না’ (ভিডিওসহ)
ধর্ষণ ও অপহরণে অভিযুক্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দের পাসপোর্টের আবেদন বাতিল করেছে দেশটির সরকার। কিন্তু নিত্যানন্দ জোর গলায় বলছেন, দেশটির কোনো আদালত তাকে অভিযুক্ত করতে পারবেন না, কারণ তিনি পরম শিব।
নিত্যানন্দের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, নিত্যানন্দ ভক্তদের বলছেন, ‘কোনো আদালত আমাকে অভিযুক্ত করতে পারবেন না, কারণ আমি পরম শিব।’
নিত্যানন্দ আরো বলেন, ‘গোটা বিশ্ব আমার বিরুদ্ধে। আপনারা আমার কাছে এসে সততা দেখিয়েছেন, তাই আমিও আপনাদের আমার সততা দেখাব সত্য ও বাস্তব প্রকাশ করে। আমাকে কেউ ছুঁতেও পারবে না, আমি আপনাদের সত্যিটা বলছি, আমি পরম শিব। বুঝলে? বিশ্বে কোনো আদালত আমাকে অভিযুক্ত করতে পারবেন না, কারণ আমিই পরম শিব। আমি নিশ্চিত, আপনাদের মৃত্যু নেই।’
দেশটির সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন জানায়, ভারতের কর্নাটকে নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করার পর পাসপোর্ট ছাড়াই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। ভারতে তাঁর বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও অপহরণের মামলা রয়েছে।
এদিকে গত শুক্রবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয় জানায়, নিত্যানন্দের পাসপোর্টের আবেদন বাতিল করা হয়েছে। ২০১৮ সালে নিত্যানন্দের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন পাসপোর্টের আবেদন করার পর সরকার সেই আবেদন বাতিল করে দিয়েছে।