ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/05/war-photo.jpg)
ইউক্রেনে ‘সেনা অভিযানের’ শুরু থেকেই মারিওপোল শহর নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছে রুশ বাহিনী। ছবি : সংগৃহীত
ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার সুযোগ দিতে মানবিক কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।
বিবিসি বলছে, এর আগে শহরের জনগণকে অন্যত্র সরিয়ে নিতে করিডোর তৈরির আহ্বান জানিয়েছিলেন মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/03/05/war-inside.jpg)
ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে এ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, ইউক্রেনের পক্ষ এ খবর এখনও নিশ্চিত করা হয়নি।