ইউক্রেনের দোনেৎস্কে রুশ হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত : গভর্নর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/04/donesk.jpg)
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত এবং ২৭ জন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর এ তথ্য জানান।
টেলিগ্রামে এক পোস্টে গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, আভদিভকা কোক প্লান্টে দখলদার রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
গভর্নর পাভলো কিরিলেনকো আরও বলেন, রুশ বোমায় লাইমান শহরে পাঁচ জন, ভুগ্লেদারে চার জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শ্যান্ড্রিগোলোভ গ্রামে আরও দুজন নিহত হয়েছে।
কিরিলেনকো বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোর্স্ক শহরের ট্রেন স্টেশনে রুশ হামলায় ৫৯ জন নিহতের ঘটনার পর এটিই সর্বাধিক প্রাণহানির ঘটনা। খবর আল-জাজিরার।
এদিকে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাস এবং একটি গাড়ির সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/05/04/capture_0.jpg)
মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া দৈনিক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পশ্চিমাঞ্চলীয় রিভনে এলাকায় ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস, একটি গাড়ি এবং একটি তেলবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৭ জন নিহত হয়েছেন।’ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।