ইউক্রেন শর্ত মেনে নিলে যুদ্ধ শেষ হয়ে যাবে : ক্রেমলিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/20/kremlin.jpg)
ইউক্রেনের সাবেক চার প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিঝিয়াকে রুশ ভূখণ্ড বলে স্বীকৃতি দেওয়া, ক্রিমিয়া উপদ্বীপ থেকে নিজেদের দাবি প্রত্যাহার করে নেওয়াসহ যেসব শর্ত কিয়েভকে দিয়েছে মস্কো— ইউক্রেনের সরকার সেসব মেনে নিলেই দুই দেশের মধ্যকার যুদ্ধ বন্ধ হয়ে যাবে।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
পেসকভ বলেন, ‘যত দ্রুত ইউক্রেনের সরকার আমাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রস্তুত হবে— তত দ্রুত এসব কিছু (যুদ্ধ) শেষ হবে…এবং ইউক্রেনের জনগণও এই ট্র্যাজেডি থেকে মুক্ত হয়ে নতুন করে তাদের জীবন শুরু করতে পারবে। আমরা সেটাই চাই।’
‘এই যুদ্ধ শুরু হয়েছিল ইউক্রেনের কারণে। সে দেশের সরকারের সিদ্ধান্তের ওপরই যুদ্ধের সমাপ্তি নির্ভর করছে।’
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও ১০টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি প্রস্তাব দিয়েছেন; কিন্তু সেই প্রস্তাবের প্রথম শর্তই হলো- ইউক্রেনে রুশ বাহিনীর দখল করা সব অঞ্চল ফের দেশটিকে ফিরিয়ে দিতে হবে এবং রুশ সেনাদের প্রত্যাহার করতে হবে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সাবেক সোভিয়েত অঙ্গরাজ্য ইউক্রেন। তারপর থেকেই জাতিগত সংঘাত শুরু হয় দেশটিতে।