ইসরায়েলের সঙ্গে এবার সম্পর্ক স্থাপন করল সুদান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/24/sudan_israel.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আফ্রিকার আরব দেশ সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প জানান, সুদান ও ইসরায়েল নিজেদের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করতে একমত হয়েছে।
ইসরায়েল ও সুদানের অন্তর্বর্তী সরকারও শুক্রবার যৌথ বিবৃতি প্রকাশ করে একই খবর জানিয়েছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে।
তেল আবিবের সঙ্গে খার্তুমের সম্পর্ক স্থাপনে সম্মতির খবর জানানোর কয়েক মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প জানান, সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশগুলোর ‘কালো তালিকা’ থেকে সুদানের নাম মুছে ফেলা হয়েছে।
এর আগে ট্রাম্পের নিরলস প্রচেষ্টার ফলে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্প্রতি মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ফিলিস্তিনসহ বিশ্বের বেশির ভাগ মুসলিম দেশ আবুধাবি ও মানামার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ পদক্ষেপের মাধ্যমে এ দুই আরব দেশ ফিলিস্তিনি জাতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছে।
এদিকে, সুদানের অন্তর্বর্তী সামরিক সরকারের ন্যক্কারজনক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল উম্মাহর নেতা ও দুবারের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদি। তিনি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিণতির ব্যাপারে সামরিক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন।