‘এই নে আজাদি’ জামিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে অস্ত্রধারী (ভিডিওসহ)
ভারতের দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে এক যুবকের হাতে বন্দুক দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। এ সময় ওই যুবক শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তি শিক্ষার্থীদের দিকে গুলি চালাতে চালাতে এগিয়ে আসেন। আর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে বলেন, ‘এই নে আজাদি’।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একজন আহত হন। ঘটনার পর অভিযুক্তকে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্দুক হাতে ওই যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দিকে বন্দুক তাক করে তাঁদেরকে হুমকি দিচ্ছেন ওই অস্ত্রধারী।
গত বছরের ১৫ ডিসেম্বর সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়।
আজ ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাজঘাট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন জামিয়ার শিক্ষার্থীরা। আর সেই মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটেছে।