একমাত্র বেঁচে যাওয়া বরুণ সিংও মারা গেছেন
ভারতের তামিলনাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আহত গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বুধবার সকালে বেঙ্গালুরুর একটি সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছে।
গত ৮ ডিসেম্বর দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে তামিলনাড়ুর ওয়েলিংটনে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে পরে তাঁকে বেঙ্গালুরুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
দুর্ঘটনার দিনই এমআই সেভেনটিন ভি৫ হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকাসহ ১৪ আরোহীর ১৩ জনের মৃত্যু খবর জানা গিয়েছিল। বেঁচে ছিলেন কেবল বরুণ সিং। হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকে তিনি ‘লাইফ সাপোর্টে’ই ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার সকালে এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানায়, ‘আইইএফ গভীর দুঃখের সঙ্গে অসম সাহসী গ্রুপ ক্যাপ্টের বরুন সিংয়ের মৃত্যুর খবর দিচ্ছে। ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি, আজ সকালে মারা গেছেন।’
বরুণের মৃত্যুতে শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
‘তাঁর প্রয়াণে আমি বেদনার্ত। তাঁর অসাধারণ সেবা জাতি কখনোই ভুলবে না,’ বলেছেন মোদি।