এক বছর পর জনসম্মুখে কিম জং উনের স্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/17/uttr-koriyyaa.jpg)
উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্ত্রী রি সোল জু এক বছরেরও বেশি সময় পর জনসম্মুখে এসেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
দেশটির সাবেক নেতা ও কিমের প্রয়াত বাবা কিম জং ইলের জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একটি সংগীতানুষ্ঠানে স্বামী কিমের সঙ্গে উপস্থিত হয়েছিলেন রি সোল জু। খবর ডয়েচে ভেলের।
দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোদং সিনমুনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার এই দম্পতি এক সঙ্গে মানসুদায়ে আর্ট থিয়েটারে প্রবেশ করলে উপস্থিত লোকজন ‘উল্লাসে ফেটে পড়েন’।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/17/uttr-koriyyaa-1.jpg)
ছবিতে তাঁদের হাসতে দেখা গেছে, সেখানে মাস্ক বা সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না।
অতীতে প্রায়ই বিভিন্ন বড় অনুষ্ঠানে কিমের সঙ্গে রি সোল জু উপস্থিত থাকতেন, কিন্তু গত বছরের জানুয়ারি থেকে তাঁকে আর জনসম্মুখে দেখা যায়নি।
কোভিড-১৯ নিয়ে উদ্বেগের কারণে রি সোল জু জনসম্মুখে আসা এড়িয়ে যাচ্ছেন এবং তিনি তাঁর সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগ দেশটির কংগ্রেস সদস্যদের এমনটি জানিয়েছিল বলে জানা গেছে।