কপ-২৬ জলবায়ু সম্মেলন ব্যর্থ : গ্রেটা থুনবার্গ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/06/greta-thunberg.jpg)
বিশ্বনেতারা সক্রিয়ভাবে নিয়মের মধ্যে ফাঁক তৈরি করছেন এবং তাঁদের দেশের নিঃসরণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন—এমন অভিযোগ তুলে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬-কে এখন পর্যন্ত ‘ব্যর্থ’ বলে উল্লেখ করেছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সম্মেলনের ভেন্যুর বাইরে এক র্যালিতে থুনবার্গ দূষণকারীদের শক্ত হাতে দমনে কঠোর আইনের আহ্বান জানান।
গ্রেটা থুনবার্গ বলেন, ‘বিশ্বনেতারা নিশ্চিতভাবে সত্যকে ভয় পাচ্ছেন। এটা তাঁরা এড়িয়ে যেতে পারবেন না। তাঁরা বৈজ্ঞানিক মতামত উপেক্ষা করতে পারবেন না। সর্বোপরি তাঁরা আমাদের, জনগণকে, উপেক্ষা করতে পারবেন না।’
এদিকে, গতকাল শুক্রবার মার্কিন জলবায়ু-দূত জন কেরি বলেছেন, আগামী বছর উন্নত দেশগুলো তাদের যৌথ অঙ্গীকার হিসেবে উন্নয়নশীল দেশগুলোতে বার্ষিক জলবায়ু সহযোগিতা হিসেবে ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের বিষয়ে ভালো কাজ শুরু করবে। ২০১৫ সালে হওয়া প্যারিস চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো এ তহবিলের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/11/06/greta-thunberg-inside.jpg 648w)
স্বল্পোন্নত দেশগুলো বলছে, টেকসই বিদেশি সহায়তা ছাড়া তারা ক্লিন অর্থনীতিতে স্থানান্তরিত হতে পারবে না এবং বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় থেকে তাদের জনগণকে রক্ষা করতে পারবে না বলে জানায়।