করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই মাস্ক পরে গণবিয়ে
গায়ে বিয়ের পোশাক, আর মনে করোনাভাইরাস আতঙ্ক। তাই মাস্ক পরেই একে অপরকে চুম্বন করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু। ফিলিপাইনের যে শহরে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে, সে শহরেই আয়োজন করা হলো গণবিয়ের অনুষ্ঠান। আর তাতে যোগ দেন দুই শতাধিক দম্পতি। মাস্কের কারণে মুখে হাসি দেখা না গেলেও তাঁদের চোখে ফুটে ওঠে আনন্দ। সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
ফিলিপাইনের বাকোলড শহরে গত বৃহস্পতিবার আয়োজিত এ গণবিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি এরই মধ্যে সাড়া জাগিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে দেখা যায়, সাদা পোশাক আর নীল রঙের সার্জিক্যাল মাস্ক পরে নবদম্পতিরা একে অপরকে চুম্বন করছেন।
তবে এ গণবিয়ের আয়োজনের আগে সতর্ক ছিল কর্তৃপক্ষ। গণবিয়েতে অংশ নেওয়া নারী-পুরুষদের স্বাস্থ্য পরীক্ষার বিবরণ ও ১৪ দিনের মধ্যে তাঁরা কোথাও ভ্রমণ করেছিলেন কি না, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো বাধ্যতামূলক ছিল।
এদিকে এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়া আক্রান্ত হন অনেকেই। এরপর থেকেই দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
গণবিয়েতে অংশ নেওয়া জন পল নামের সদ্য বিবাহিত এক যুবক জানান, ‘মাস্ক পরা অবস্থায় চুম্বন করার অনুভূতিটা বেশ অন্যরকম। তবে এখন এটা দরকারি।’
এ গণবিয়ের অনুষ্ঠানের আয়োজনে থাকা বাকোলডের মেয়র এভিলিও লিওনার্দিয়া বলেন, ‘আমাদের পরিবারগুলো যদি শক্তিশালী হয়, তবে বাকলোড শহরও শক্তিশালী হবে।’
ভালোবাসা দিবসের পর ফিলিপাইনের এ শহরটিতে গণবিয়ের অনুষ্ঠান বেশ পরিচিত। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ দুই হাজার ১৩ দম্পতি গণবিয়েতে অংশ নেন।
এদিকে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৪৫ জনে। এর মধ্যে এক দিনেই চীনের হুবেই প্রদেশে মৃত্যু হয়েছে ১০৯ জনের। এ ছাড়া আজ শনিবার আক্রান্তের সর্বশেষ সংখ্যা ৭৬ হাজার ২৮৮ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনাভাইরাসের মোট রোগীর ৮৩ ভাগ এবং মোট মৃত্যুর ৯৬ ভাগই হুবেই প্রদেশে। গত তিন থেকে চারদিন পরিস্থিতি কিছুটা ভালোর দিকে হলেও আবারও শঙ্কা বাড়ছে। তবে আশার বিষয়, অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হুবেই প্রদেশের পরই করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে বেইজিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, চীনের গণ্ডি ছাড়িয়ে ২৫টিরও বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত অন্তত এক হাজার ১০০ জন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় উদ্বেগজনক হারে বেড়ে চলা করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটিতে নতুন করে অন্তত ১০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দ্বিতীয় আরেকজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর এ পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী চুং সাই-কিয়ুন।
করোনাভাইরাসের ঝুঁকিতে বৈশ্বিক বিমান পরিবহনে তিন হাজার কোটি মার্কিন ডলার ক্ষতির আশঙ্কা করছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা। আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলেছে করোনাভাইরাস। গতকাল শুক্রবারও মার্কিন স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে সাত বছরের মধ্যে সোনার দামও সর্বোচ্চ হয়েছে। এ ছাড়া চীনে উৎপাদিত ব্যক্তিগত পরিবহন ও গাড়ি বিক্রির পরিমাণ ৯২ ভাগ কমেছে। এদিকে, বিকল্প বাজার সৃষ্টির পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র। জেনেভায় এমন অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন পর্যন্ত ১১ জন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।