করোনায় ইতালিতে ফের মৃত্যুর রেকর্ড
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে প্রাণহানি কমায় যারা আশার আলো দেখছিলেন তাদের জন্য ফের দুঃসংবাদ বয়ে এনেছে শনিবারে মৃত্যুর নতুন রেকর্ড।
দেশটিতে শনিবার একদিনেই কোভিড-১৯ আক্রান্ত ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১৯০০ জন।
এর আগে শুক্রবার ২৬৯, বৃহস্পতিবার ২৮৫, বুধবার ৩২৩ এবং মঙ্গলবার ৩৮২ জনের মৃত্যু হয়। মৃত্যুর হার প্রতিদিনই কমছিল। কিন্তু শনিবারের মৃত্যুর রেকর্ড সব হিসাব পাল্টে দিয়েছে।
এদিকে ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭১০ জনে। আক্রান্তের সংখ্যা দুই লাখ নয় হাজার ৩২৮। দেশটিতে সুস্থ হয়েছে ৭৯ হাজার ৯১৪ জন।