করোনায় এবার ইরানি এমপির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের নারী এমপি ফাতিমা রাহবারের মৃত্যু হয়েছে। তেহরানের এই রক্ষণশীল আইনপ্রণেতা গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইরানি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কিছুদিন আগে ফাতিমা রাহবারকে তেহরানের মাসিহ দানেশভারি হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।
সম্প্রতি সংসদ নির্বাচনে তেহরানের বাসিন্দাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফাতিমা রাহবার। তাঁর মৃত্যুর ফলে প্রথমবারের মতো ইরানে কোনো নারী রাজনীতিকের মৃত্যুর ঘটনা ঘটল।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ইরানের জ্যেষ্ঠ কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শেখ আল ইসলামের মৃত্যু হয়। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।
এখন পর্যন্ত ইরানের ৮ শতাংশ পার্লামেন্ট সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের তালিকায় রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, স্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী ছাড়াও ২৩ জনের বেশি পার্লামেন্ট সদস্য। এরই মধ্যে দেশটির সংসদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মির মোহাম্মদির মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত ২৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান নগরীতে দায়িত্ব পালন করা ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরো শাহির মৃত্যু হয়েছিল। ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
ইরানে সরকারি হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে এবং আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮২৩ জনেরও বেশি মানুষ।
এরই মধ্যে করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৯৯ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ছয় হাজার পেরিয়ে গেছে। অন্যদিকে, চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৯৭ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৬৯৭ জনে। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।