কাশ্মীরি টিভিতে মুসলিমদের অনুষ্ঠান নিষিদ্ধ করল মোদি সরকার

জম্মু-কাশ্মীরের বিখ্যাত সংবাদমাধ্যম ‘কাশ্মীরি টিভি’তে এখন থেকে মুসলিম দেশগুলোর সব ধরনের অনুষ্ঠান সম্প্রচারে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির ক্ষমতাসীন নরেন্দ্রি মোদি সরকার।
এখন থেকে মুসলিম দেশগুলোর কোনো প্রাইভেট চ্যানেলের বিষয়বস্তুকে সম্প্রচারের ক্ষেত্রে কাশ্মীরি টিভিগুলোকে বিশেষ গণ্ডিতে আবদ্ধ থাকতে হবে। ইরান, পাকিস্তান, তুরস্ক ও মালয়েশিয়ার চ্যানেলগুলোকে লক্ষ্য করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি নোটিশ জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
ওই নোটিশে স্পষ্টভাবে বলা হয়, ‘কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানতে পেরেছে যে, রাজ্যে বিদেশি কয়েকটি প্রাইভেট চ্যানেল মন্ত্রণালয় থেকে প্রচারের কোনো অনুমতি না নিয়েই সম্প্রচার চালাচ্ছে। যা স্পষ্টভাবে সরকারি নিয়ম লঙ্ঘনের শামিল। বিষয়টি কেবল টেলিভিশন অ্যাক্ট ৬(৬) আইনকে বিরোধিতা করায় তাৎক্ষণিক সক্রিয় পদক্ষেপ নিতে হবে।’
এর আগে গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল ক্ষমতাসীন মোদি সরকার। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিতর্কিত লাদাখ ও জম্মু-কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানানো হয়।
ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় অঞ্চলটিতে এরই মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যা নিয়ে দেশব্যাপী তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সরকার এমন ঘোষণা দিল।