কাশ্মীরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে নিহত তিন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার শ্রীনগরের রামগড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় এমনটি বলা হয়েছে।
জম্মু-কাশ্মীরের শীর্ষ পুলিশ কর্মকর্তা দিলবাগ সিং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, রামগড়ে যে তিন সন্ত্রাসী নিহত হয়েছে তার মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। মেহরান নামের ওই সন্ত্রাসী সম্প্রতি কাশ্মীরে শিক্ষক খুনের সঙ্গে যুক্ত। তিনি বাইরের দেশ থেকে এসেছিলেন।
এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে জানান, রামবাগ ফ্লাইওভারের নিচে একটি ব্যস্ত বাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় এবং কয়েক মিনিটের মধ্যে তিনজন নিহত হয়।
চলতি বছর ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এদের মধ্যে ১২৭ জন স্থানীয় ও ২১ জন বিদেশি।