গণহত্যায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র : গবেষণা

২০১৯ সালে যুক্তরাষ্ট্রে গণহত্যার ঘটনা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অ্যাসোসিয়েট প্রেস, ইউএসএ টুডে ও নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণকরা এমন তথ্য জানিয়েছেন।
তাঁদের পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরে ৪১টি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মোট ২১১ জন।
প্রতিটি হামলায় চারজন কিংবা এর বেশি মানুষ নিহত হওয়ায় এসব ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেছেন গবেষকরা।
সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে মে মাসে ভার্জিনিয়া সমুদ্রসৈকতে ১২ জন ও আগস্টে এলপাসোতে ২২ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য।
গবেষকরা আরো জানান, ৪১টির মধ্যে ৩৩টি হামলায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হয়েছে। ২০০৬ সাল থেকে প্রতিবছরই এই পর্যালোচনা দিয়ে আসছেন এপি, ইউএসএ টুডে ও নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণকরা।