গ্রেপ্তারের কিছুক্ষণ পরই বিজেপি বিধায়কের জামিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/24/bjp.jpg)
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় অভিযুক্ত বিধায়ক টি রাজা সিংকে বরখাস্ত করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ ছাড়া, গ্রেপ্তারের কিছুক্ষণ পরই আদালতে জামিন পেয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
মঙ্গলবার (২৩ আগস্ট) হায়দরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে সোমবার রাতে হায়দরাবাদে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ। আর এরপরই মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তকে গ্রেপ্তারের পর হায়দরাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছিলেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এনডিটিভি বলছে, তেলেঙ্গানা রাজ্য বিজেপির বিধায়ক টি রাজা সিং ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি। এরপরই সোমবার রাতে হায়দরাবাদ শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/08/24/bjp-capture.jpg)
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আটকের পর টি রাজা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ইচ্ছাকৃত এবং বিদ্বেষপরায়ণ কাজ, ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার অভিযোগ আনা হয়। অবশ্য পুলিশের হাতে গ্রেপ্তারের পরই রাজা সিংকে বরখাস্ত করে বিজেপি।