ঘুমানোর চাকরি, বেতন এক লাখ!

অতিরিক্ত ঘুমের জন্য গালমন্দ খেতে হয় অনেককে। আর যেখানে-সেখানে ঘুমিয়ে পড়াকে তো রীতিমতো বদভ্যাস হিসেবে দেখা হয়। কিন্তু এবার ঘুমকাতুরে লোকেদের চাকরি দিচ্ছে একটি প্রতিষ্ঠান। শুধু তা-ই নয়, তাঁদের জন্য থাকছে বড় অঙ্কের বেতন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, এবার কপাল খুলতে শুরু করেছে মাত্রাতিরিক্ত ঘুমে অভ্যস্ত লোকেদের। ঘুমের কারণে আলসে, কাঠের কাঠের গুঁড়ি উপাধি পাওয়া ব্যক্তিরা এবার ঘুমাবেন তো বটেই, সেই সঙ্গে গুনবেন কাড়ি কাড়ি অর্থ। তাঁদের জন্য বেশ লোভনীয় চাকরি নিয়ে এসেছে ভারতীয় একটি প্রতিষ্ঠান।
তবে চাকরির ক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত । মজার ব্যাপার হচ্ছে, সেই সব শর্ত দেখে ঘুমকাতুরেরা সটকে পড়া তো দূরের কথা, বরং খুশিতে গদগদ হবেন। কেননা, এক-দুই ঘণ্টা নয়, গুনে গুনে দৈনিক নয় ঘণ্টা ঘুমাতে হবে এই চাকরিতে। আর সপ্তাহে বাসা ও অফিসে—সব মিলিয়ে ঘুমাতে হবে ১০০ ঘণ্টা।
খুব অল্প জায়গায় কিংবা ঘুমের অনুপুযুক্ত পরিবেশ না থাকা সত্ত্বেও যাঁরা হুটহাট ঘুমিয়ে পড়তে পারেন, তাঁরাই এই চাকরির উপযুক্ত। আর এ জন্য তাঁদের বেতন দেওয়া হবে এক লাখ রুপি।
নিয়োগদাতা প্রতিষ্ঠানটি এই পদের নাম দিয়েছে’ স্লিপ ইন্টার্নশিপ’। তাদের ওয়েবসাইটে গিয়ে চাকরির আবেদন করতে বলা হয়ছে চাকরিপ্রার্থীদের।
ভারতের Wakefit.co নামক এই সংস্থার পরিচালক চৈতন্য রামালিঙ্গেগৌড়া বলছেন, ‘দেশের সেরা ঘুমকাতুরেদের আমরা চাকরি দেব। জীবনে ঘুমের প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই আমাদের এই উদ্যোগ। যাঁরা ঘুমাতে ভালোবাসেন, তাঁদের মাধ্যমে আমরা অন্যদের বার্তা দিতে চাই। ঘুমের কোনো বিকল্প নেই। আপনার মানসিক ও শারীরিক বিকাশ ঠিকঠাক পরিচালনা করতে ঘুম ভীষণ প্রয়োজন।’
চাকরিতে যাঁরা যোগ দেবেন তাঁদের ঘুমোনোর সময় ট্র্যাক করা হবে। এমনকি যে বিছানায় তাঁরা ঘুমাবেন সেটি ঘুমানোর আগে ও পরে পরীক্ষা করা হবে। ঘুমানোর অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন পেশ করতে হবে কর্মীদের।
অফিসের ড্রেসকোডও রয়েছে। পাজামা পরে ঘুমাতে হবে সেখানে। এখন দেখার বিষয়, কতজন ঘুমপ্রিয় লোক ঘুম ভেঙে আবেদন করে এই ঘুমের রাজ্যে যোগ দিতে পারেন!