জেলেনস্কিকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান
শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের সময়সীমা শেষ হয়ে গেলেও ইউরোপের এক দল রাজনীতিক তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। এই পুরস্কারের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বিবেচনা করার সুযোগ করে দিতেই এ আহ্বান জানায় তারা। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
নোবেল কমিটির কাছে মনোনয়ন প্রক্রিয়া পুনরায় উন্মুক্ত এবং ৩১ জানুয়ারির সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে। জেলেনস্কি ও ইউক্রেনের জনগণকে যেন এই পুরস্কারের জন্য বিবেচনা করা যায়, সেজন্য এই আবেদন করা হয়েছে।
আবেদনটিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, এস্তোনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া ও স্লোভাকিয়ার ৩৬ জন সাবেক ও বর্তমান রাজনীতিক।
চিঠিতে তাঁরা বলেন, ‘আমরা জানি যে এটি নিয়মের লঙ্ঘন। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান নজিরবিহীন পরিস্থিতির কারণে এটি ন্যায্য। স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং গণতন্ত্র ও নিজেদের সরকারের জন্য লড়াইকারীদের প্রতি সহযোগিতা করা আমাদের গণতান্ত্রিক কর্তব্য।’
ইউরোপীয় রাজনীতিকরা লিখেছেন, ইউক্রেনের সাহসী পুরুষ ও নারীরা গণতন্ত্র ও নিজেদের সরকারের জন্য লড়াই করছে এবং ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দেশটি জুড়ে আক্রমণের পর মানুষ স্বৈরাচারী বাহিনীকে প্রতিরোধ করছে।
নির্দিষ্ট যোগ্যতা থাকা যে কোনো ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোনো গোষ্ঠীর নাম প্রস্তাব করতে পারেন। এই যোগ্যতার মধ্যে রয়েছে জাতীয় পরিষদের সদস্য ও জাতীয় সরকার, আন্তর্জাতিক বিচারিক আদালতের সদস্য, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যামেরিটাস অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ।
নোবেল পুরস্কারের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩৪৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৫১ জন ব্যক্তি ও ৯২টি সংস্থা রয়েছে।