জেলেন্সকির সঙ্গে ফোনালাপের দেড় ঘণ্টার মধ্যে ইউক্রেনকে সহায়তা বন্ধের নির্দেশ দেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে টেলিফোনে কথা বলার দেড় ঘণ্টার মধ্যে কিয়েভকে ৩৯ কোটি ১০ লাখ ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প। ওই টেলিফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করেন। সম্প্রতি আদালতের নির্দেশে মার্কিন সরকারের প্রকাশিত একটি ইমেইল থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য পাওয়ার স্বাধীনতা-সংক্রান্ত একটি মামলার রায়ে ওই ইমেইলটি সেন্টার ফর পাবলিক ইন্টেগ্রিটি নামের একটি অলাভজনক তদন্তভিত্তিক সংবাদ প্রতিষ্ঠানের হস্তগত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে মার্কিন প্রশাসন দাবি করেছিল যে, ১২ জুলাইয়ের আগে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ রাখার জন্য মার্কিন বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত দপ্তরকে নির্দেশ দেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
কিন্তু হোয়াইট হাউজের একটি গোপন রেকর্ডে দেখা যাচ্ছে, ২৫ জুলাই সকাল ৯টার দিকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে ফোন করেন এবং আধা ঘণ্টা পর আলাপ শেষ হয়।
এর পর সকাল ১১টা ৪ মিনিটে বাজেট ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তা মাইকেল ডাফি প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের একটি ইমেইল পাঠিয়ে পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেন। মাইকেল ডাফি মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মসূচির সহযোগী পরিচালক। ডাফি জানান, হোয়াইট হাউসের পক্ষ থেকে পাওয়া নির্দেশনার আলোকে তিনি ওই ইমেইল পাঠিয়েছিলেন।
গত ২৫ জুলাই টেলিফোন করে জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চাপ সৃষ্টি করেন অন্যথায় ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দেবেন বলে হুমকি দেন। ২০২০ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন জো বাইডেন।