জয় হয়েছে ভালোবাসার, বৃদ্ধাশ্রমে বিয়ে (ভিডিওসহ)
বৃদ্ধ বয়সে মানুষ কিছুটা অসহায় হয়ে পড়েন, এটা খুবই স্বাভাবিক। এই সময়টাতে তাঁদের যথেষ্ট সময় দিতে পারে না সন্তানরা। এ কারণে অনেক বৃদ্ধকেই জীবনের বাকিটা সময় কাটাতে হয় বৃদ্ধাশ্রমে।
কখনো পরিবার থেকে লাঞ্ছনার শিকার হয়ে কিংবা চাপা কষ্ট বুকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঠাঁই নেন বৃদ্ধ-বৃদ্ধারা। সেখানে অচেনা-অজানারাই হয়ে ওঠে পরিবার। সুদিন ও দুর্দিনে তারাই পাশে দাঁড়ান একে অপরের। হয়ে ওঠেন শেষ জীবনের পরম বন্ধু।
ঠিক তেমনটাই হয়েছিল ষাটের কোটা পেরিয়ে যাওয়া লক্ষ্মী আমল ও কোচানিয়ান মেননের সঙ্গে। তবে পরিচয় পর্ব থেকে যে একে অপরকে মন দিয়ে ফেলবেন, তা হয়তো কখনো নিজেরাও কল্পনা করেননি। অবিশ্বাস্য হলেও সত্য যে, ভারতের কর্নাটক রাজ্যে এমন ঘটনা ঘটেছে।
প্রথমে মন দেওয়া-নেওয়া, পরে প্রেম ও অবশেষে বিয়ে, সবই হয়েছে এই বৃদ্ধাশ্রমে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, লক্ষ্মী আমল (৬৫) ও কোচানিয়ান মেনন (৬৭) সম্প্রতি বৃদ্ধাশ্রমে প্রেম করে বিয়ে করেছেন। আর তাঁদের এই বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
বিয়েতে লক্ষ্মী আমল লাল সিল্কের শাড়ি ও মেননের পরনে ছিল প্রথাগত তামিল বিয়ের পোশাক অফ-হোয়াইট ‘মুন্দু’ (শার্ট ও ধুতি)।
এদিকে লক্ষ্মী ও মেননের বিয়ে নিয়ে সরব হয়েছেন টুইটারবাসী। অনেকে তাঁদের বিয়ের ছবি পোস্ট করে তাঁদের অভিনন্দন জানান।
তাঁদের বিয়ের ছবি পোস্ট করে একজন টুইটারে লেখেন, ‘ভালোবাসা কোনো সীমা দেখে না এবং এটা যেকোনো জায়গায় ঘটতে পারে।’