তলোয়ার হাতে মঞ্চে নাচলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (ভিডিওসহ)

ভারতের কেন্দ্রীয় বস্ত্রশিল্প এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি দুই হাতে দুই খাপখোলা তলোয়ার নিয়ে মঞ্চে নাচলেন। গুজরাটের ভাবনগরে গতকাল শুক্রবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তলোয়ার নিয়ে নাচতে দেখা যায় ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রীকে।
স্মৃতি ইরানির নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতের গুজরাট ও রাজস্থানের ঐতিহ্যবাহী নাচ ‘তলোয়ার রাস’। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক উৎসব রাসযাত্রার সময় ভারতের কিছু অঞ্চলে এই নাচ অনুষ্ঠিত হয়। এমনই একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হাতে তলোয়ারসহ নাচলেন স্মৃতি ইরানি। এ সময় মঞ্চে স্মৃতি ইরানির সঙ্গে ছিলেন আরো কয়েকজন। সবার সঙ্গে পা মেলানোর চেষ্টা করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী।
তলোয়ার হাতে একটি দেশাত্মবোধক গানের সঙ্গে নাচেন স্মৃতি ইরানি। এ অনুষ্ঠানে যোগ দিতেই গতকাল শুক্রবার ভাবনগরে আসেন তিনি।