ত্রিপুরায় এনআরসি কার্যকর হলে মুখ্যমন্ত্রিত্ব হারাবেন বিপ্লব দেব!

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাম্প্রতিক একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিপ্লব বলেছেন, ‘আমার রাজ্যে ভারতীয় নাগরিকপঞ্জি-এনআরসি কার্যকর হলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার হারাব। আমার বাবা ও আত্মীয়স্বজন বাংলাদেশ থেকে এসেছিলেন।’
ভিডিওতে বিজেপি নেতা বিপ্লব দেবকে বলতে শোনা যায়, ‘আমার রাজ্যে যদি এটা কার্যকর করি... আমার আত্মীয়স্বজন, আমার বাবা বাংলাদেশ থেকে এসেছিলেন। তিনি নাগরিকত্ব কার্ড পাওয়ার পর আমি ত্রিপুরায় জন্মেছি। এনআরসিতে কেউ যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হবো আমি। আমি কি এতটাই বোকা যে মুখ্যমন্ত্রীর পদ হারাতে আমি এনআরসি কার্যকর করব?’
ভিডিওটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক সংবাদ সম্মেলনে বিপ্লব দেবের দেওয়া বক্তব্যের একটি অংশ। দলের হয়ে নির্বাচনী প্রচারে সেখানে যান বিপ্লব। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সঞ্জয় মিশ্র সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করতে, নোংরা রাজনৈতিক চিন্তা থেকে ভিডিওর একটি অংশ কেটে প্রচার করা হয়েছে।’
তবে পুরো ভিডিওতে বিপ্লব দেব এনআরসি ও নাগরিকত্ব সংশোধন বিলের প্রয়োজনীয়তার কথা বলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘অবৈধ অভিবাসী, বিদেশি অনুপ্রবেশকারী ও চোর-ডাকাত’ থেকে ভারতীয়দের রক্ষা করবে এনআরসি ও নাগরিকত্ব সংশোধন বিল।
এদিন রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে তাঁর মোটর শোভাযাত্রায় বাধা দেওয়া হলে ওই সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন বিপ্লব দেব।