দাম বেশি চাওয়ায় সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা!

দোকানে সবজি বিক্রি করছিলেন এক বিক্রেতা। এমন সময় দুই ব্যক্তি এসে সবজির দাম জিজ্ঞাসা করেন। দাম বলেন বিক্রেতা। কিন্তু সেই দাম বেশি মনে হওয়ায় বিক্রেতার সঙ্গে তর্কাতর্কি শুরু করেন দুই ক্রেতা। তর্কাতর্কির একপর্যায়ে সবজি বিক্রেতাকে মারতে থাকেন তাঁরা। আর এতে ওই সবজি বিক্রেতা নিহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, নিহত ওই সবজি বিক্রেতার নাম রাম চিলান যাদব (৩০)। আর অভিযুক্ত দুই ক্রেতার নাম অভিষেক দোমাল ও সাহিল কারাদে। গত সোমবার মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রাম যাদবের দোকানে মটরশুঁটি কিনতে আসেন অভিষেক ও সাহিল। কিন্তু মটরশুঁটির দাম ১০০ টাকা কেজি শুনেই রেগে যান তাঁরা। দাম নিয়ে যাদবের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁদের।
অভিষেক ও সাহিল প্রথমে কিলঘুষি মারতে থাকেন যাদবকে। পরে তাঁকে এলোপাতাড়ি ঘুষি-লাথি মারেন তাঁরা। এ সময় সেখানে লোকজন জড়ো হয়। মারধরের একপর্যায়ে পালিয়ে যান ওই দুই ক্রেতা।
পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। আর ফোন করেন অ্যাম্বুলেন্সে। গুরুতর আহত অবস্থায় ওই সবজি বিক্রেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ওই দুই যুবককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।