দৌড়ে উসাইন বোল্টকেও পেছনে ফেললেন এই যুবক?
দৌড়ের রাজা উসাইন বোল্টের চেয়েও নাকি জোড়ে দৌড়ান ভারতের কর্ণাটক রাজ্যের এক যুবক। আর এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। অবাক হলেও বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন কর্ণাটকের মুদাবিদরি নামের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা শ্রীনিবাস গৌড়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের কাম্বালা উৎসবে কাদাপানিতে পালিত মোষের সঙ্গে দৌড়ে অন্যদের পেছনে ফেলে ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে পার করেছেন শ্রীনিবাস। সে হিসেবে ১০০ মিটার ৯.৫৫ সেকেন্ডে পার করেছেন তিনি। অন্যদিকে, উসাইন বোল্ট ১০০ মিটার স্প্রিন্ট সম্পূর্ণ করেছেন ৯.৫৮ সেকেন্ডে, যা এখন পর্যন্ত বিশ্বরেকর্ড।
অবশ্য কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ সাফল্য না পাওয়ায় এবং দৌড়ের ধরনে পার্থক্য থাকায় উসাইন বোল্টের সঙ্গে শ্রীনিবাসের তুলনা করতে চাচ্ছেন না অনেকেই। কারণ, মোষের লাগাম ধরে দৌড়ানোর ফলে দৌড়ের ক্ষেত্রে কিছুটা সুবিধা পান কাম্বালা উৎসবের এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। তবে এর মধ্যে একটি রেকর্ড অবশ্য ভেঙেই দিয়েছেন শ্রীনিবাস। কাম্বালা উৎসবে সবচেয়ে জোড়ে দৌড়ানোর ৩০ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
এ খবর ছড়িয়ে পড়ার পরই রাতারাতি তারকা বনে যান শ্রীনিবাস। ফেসবুক আর টুইটারে ছড়িয়ে পড়ে তাঁর সাফল্যের কথা। অনেকেই তাঁকে অলিম্পিকের জন্য প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন। তবে শ্রীনিবাস বলেন, ‘আমি কাম্বালা ভালোবাসি। এ সাফল্য আমার দুই পালিত মোষের। তারা খুব ভালো দৌড়েছে।’