নববধূর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন স্বামী, ভিডিও ভাইরাল
বিয়ের পর সাধারণত স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন নববধূ। দীর্ঘদিন ধরেই বিয়েতে অত্যন্ত প্রচলিত এই প্রথা। কিন্তু এবার এ প্রথা ভাঙলেন ভারতীয় এক যুবক।
প্রথাবিরোধী এমন ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
পীষূষ নামের এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ভিডিওটি আপলোড করেছেন। যা এরই মধ্যে ৪০ লাখের বেশি মানুষ দেখেছেন। লাইক পড়েছে ২০ লাখেরও বেশি।
ভিডিওতে দেখা যায়, প্রথা অনুযায়ী নববধূ স্বামীকে প্রণাম করতে ঝুঁকলেন। কিন্তু সেই প্রণাম নিলেন না স্বামী। তারপর তিনি নিজেই প্রণাম করতে গেলেন নববধূকে। প্রায় লাফ মেরে পিছিয়ে গেলেন নববধূ। কিন্তু ততক্ষণে প্রণাম করে ফেলেন তিনি।
এই ঘটনার ভিডিও পছন্দ করেছেন নেটিজেনরা। স্রোতের বিপরীত গিয়ে এমন কাজের জন্য তার প্রশংসা করেছেন অনেকে। নবদম্পতিকে আশীর্বাদও করেছেন তারা।