নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৬ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ সেনা সদস্যের প্রাণহানি ঘটেছে। ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ সেনা সদস্যের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে বহু মানুষ। মালি সীমান্তের তাহুয়া অঞ্চলে ঘটনাটি ঘটে।
তাহুয়ার সরকারি কর্মকর্তা ইবরাহিম মিকো টেলিভিশনে বলেন, গত শনিবার দস্যুদের হামলায় ১৬ জন নিহত ও ছয়জন আহত হয় এবং একজন নিখোঁজ হয়। তিনি আক্রমণের শিকার হওয়া টহল টিমের নিহত কমান্ডার লেফটেন্যান্ট মামান নামেয়ার জানাজায় অংশ নেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে পশ্চিম নাইজারের বিস্তৃত মরুভূমি সীমান্ত তাহুরা এলাকায় ২০১২ সাল থেকে সংঘাত বিরাজ করছে।
উল্লেখ, গত মার্চ মাসে নাইজারের মালি সীমান্তে বিদ্রোহীদের হামলায় ১৪১ জন নিহত হয়। সাম্প্রতিক সময়ের মধ্যে এটা ছিল সবচেয়ে বড় হামলা।