নিউইয়র্কে পাঁচ জনকে ছুরিকাঘাত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচজনকে ছুরিকাঘাত করেছে এক হামলাকারী। তবে এ ঘটনায় কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিউইয়র্কের উত্তরাঞ্চলীয় মনসে শহরের একটি বাড়িতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
এ দিকে এরিমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।
জানা গেছে, হামলার সময় ওই বাড়িটিতে অনেক মানুষ ছিল। হামলার পর ঘটনাস্থল থেকে গাড়িতে করে দ্রুত পালিয়ে যায় হামলাকারী। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী সে সময় গাড়ির নম্বর প্লেট টুকে রাখে। এ কারণে দ্রুত হামলাকারীকে আটক করতে সমর্থ হয় পুলিশ।