নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের গান্ধী পরিবারের উপর থেকে বিশেষ এসপিজি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের পর থেকেই ভারতের জাতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, এসপিজি নিরাপত্তা ব্যবস্থা অপসারনের পর গত ২৫ নভেম্বর একটি বেআইনি গাড়িতে করে পাঁচ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দিল্লিতে তাঁর বাসভবনে জোর করে ঢুকে পড়ে। জানা যায়, একজন নারীসহ মোট পাঁচ জন গাড়ি নিয়ে সোজা প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ির মধ্যে বাগানে প্রবেশ করে।
যদিও পরে তারা দাবি করে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে একটি ছবি তুলতে উত্তর প্রদেশের একটি ছোট্ট শহর থেকে এসেছিল।
কিন্ত দিল্লিতে লোধী এস্টেটের বাড়িতে প্রয়াঙ্কা গান্ধীর নিরাপত্তা এভাবে লঙ্ঘিত হওয়ায় স্বাভাবিকভাবেই চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন গোটা গান্ধী পরিবার।
বিষয়টি প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা কিষাণ রেড্ডি জানান, এমন ঘটনা সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি লোকসভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তিনি।