‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যায় চার আসামির ফাঁসি ১ ফেব্রুয়ারি

ভারতের মেডিকেল শিক্ষার্থী ‘নির্ভয়া’কে ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসির দিন আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন দিল্লির আদালত। ওইদিন স্থানীয় সময় সকাল ৬টায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন বিচারক সতিশ কুমার অরোরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ওই চার আসামি হলো, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশ সিং। এর আগে গতকাল শুক্রবার আসামি মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর কিছুক্ষণের মধ্যেই সেটি খারিজ করা হয়। এরপরই ফাঁসি কার্যকরের নতুন দিন নির্ধারণ করেন আদালত। তবে এর আগে আগামী ২২ জানুয়ারি ওই চার আসামির ফাঁসির দিন নির্ধারণ করা হয়েছিল।
ভারতের আইন অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে দুই সপ্তাহ পর ফাঁসি কার্যকর করতে হয়। সে হিসেবে ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকরের দিন নির্ধারণ করা হয়েছে।
এদিকে অন্য তিন আসামি যদি মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রাণ ভিক্ষার আবেদন জানায়, আর রাষ্ট্রপতি যদি তা খারিজ করেন, তাহলে ফাঁসির সময় আরো ১৪ দিন পিছিয়ে যাবে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী ‘নির্ভয়া’কে গণধর্ষণ করেছিল চার আসামি। গণধর্ষণের পর শারীরিক নিপীড়ন চালিয়ে নগ্ন অবস্থায় চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে। নির্ভয়া ও তাঁর পুরুষ বন্ধুর উপর নৃশংস অত্যাচার চালায় তারা।
সেই মামলায় আগেই ওই চার জনকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন সুপ্রিম কোর্ট। ২০১৩ সালের সেপ্টেম্বরে ২৩ বছর বয়সী নির্ভয়াকে গণধর্ষণ করে হত্যার দায়ে ছয় আসামির মধ্যে চারজনের ফাঁসির আদেশ দেন দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্ট। পরে ২০১৪ সালে দিল্লি হাইকোর্ট চারজনের ফাঁসির আদেশ বহাল রাখেন।
২০১৭ সালে সেই রায় পুনর্বিবেচনা করে দেখতে আদালতে আর্জি জানিয়েছিল অন্যতম অভিযুক্ত অক্ষয় ঠাকুর সিং। গত মাসেই অবশ্য তার সেই আবেদন খারিজ হয়ে যায়।