পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/05/gaza.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সেখানকার ক্ষমতাসীন সংগঠন হামাস। তাঁদের মধ্যে দুজন ফিলিস্তিনির বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, গতকাল রোববার সকালে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে দুজনকে ও ফৌজদারি অপরাধের কারণে তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডের আগে তাঁদের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল।
বিবৃতিতে অবশ্য ইসরায়েলকে সহায়তা করা দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। শুধু তাঁদের নামের আদ্যক্ষর ও বয়স জানানো হয়েছে। তাদের বয়স যথাক্রমে ৪৪ এবং ৫৪।
সেখানে বলা হয়েছে, তাঁদের দেওয়া তথ্যের কারণে অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্য তিন জনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/05/gaza-capture.jpg)
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়, যা দেশটির গোয়েন্দা সংস্থার তদারকি করে, এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে।