পাখির সঙ্গে ‘ধাক্কা’, বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান (ভিডিওসহ)

ভারতের গোয়ায় আজ শনিবার ট্রেনিং চলাকালে দেশটির নৌবাহিনীর মিগ ২৯কে যুদ্ধবিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তারপরই বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। তবে প্রাণে বেঁচে গেছেন পাইলট।
শনিবার ডাবোলিম বিমানবন্দরের আইএনএস হানসা থেকে বিমানটি আকাশে উড্ডয়ন করে। ভারতীয় নৌসেনার মুখপাত্র বার্তা সংস্থা এএনআইকে জানান, যুদ্ধবিমানটি গোয়া থেকে উড্ডয়নের কিছু সময়ের পর একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে। তার পরই বিমানটির ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
গণমাধ্যমে প্রকাশ, ডানায় আগুন লাগার পরই বিমান থেকে ঝাঁপ দিয়ে প্রাণরক্ষা করেন পাইলট ক্যাপ্টেন এম শেওখান্ড।