প্রায় দেড় হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন ঘানি

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আশ্রয় নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও সিএনএনের।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। ঘানির সঙ্গে তাঁর পরিবারও রয়েছে আমিরাতে। মানবিক দিক বিবেচনা করে তাঁদের স্বাগত জানিয়েছে আমিরাত।’
তালেবান রাজধানী কাবুল দখলের পর আশরাফ ঘানি প্রতিবেশী দেশ উজবেকিস্তান বা তাজিকিস্তানে আশ্রয় নেবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু বুধবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আশরাফ ঘানি আবু ধাবিতে আশ্রয় নিয়েছেন।
গত রোববার তালেবান রাজধানী কাবুলে প্রবেশের পর আশরাফ ঘানি চারটি গাড়ি ও হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে পালিয়ে যান। সেই সময় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম খবর দেয়, আফগান এই প্রেসিডেন্ট প্রথমে তাজিকিস্তানে পরে ওমানে চলে গেছেন। তবে আজ বুধবার জানা গেল তিনি আবু ধাবিতে গেছেন।

এদিকে তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত রোববার আশরাফ ঘানি কাবুল ছেড়ে পালানোর সময় ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় এক হাজার ৪৩৫ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৩৪০ টাকা) সঙ্গে নিয়ে গেছেন।
অন্যদিকে গত সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ-এর তথ্যমতে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু অর্থ ফেলে যেতে বাধ্য হন আশরাফ ঘানি।
এত বিপুল পরিমাণ অর্থ নিয়ে চলে যাওয়ার পর আশরাফ ঘানি ফেসবুক বার্তায় বলেন, ‘আমি ভেবেছিলাম রক্তপাত এড়ানোর জন্য দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো হবে।’