বাঁকা দাঁতের কারণে স্ত্রীকে তিন তালাক, স্বামীর বিরুদ্ধে মামলা

বাঁকাত্যাড়া দাঁতের কারণে তিন তালাক দিয়েছে বলে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন তাঁর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের শহরতলি এলাকা কুশিয়াইগুদা থানায় এ মামলা করা হয়।
স্ত্রী রুখসানা বেগম জানান, যৌতুকের টাকার জন্য তাঁর ওপর নির্যাতন চালায় স্বামী মুস্তাফা। এ বছরের ২৭ জুন বিয়ে হয় তাঁদের।
বার্তা সংস্থা এএনআইকে কুশিয়াইগুদা থানার পরিদর্শক চন্দ্র শেখর বলেন, ‘বাঁকা দাঁতের কারণে স্বামী তিন তালাক দিয়েছে বলে রুখসানা বেগমের কাছ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। স্বামী মুস্তাফার বিরুদ্ধে বাড়তি যৌতুকের টাকার জন্য মারধরের অভিযোগও রয়েছে।’
রুখসানা বেগম বলেন, ‘আমাদের বিয়ের সময় মুস্তাফা ও তাঁর পরিবারের সব দাবি পূরণ করে আমার পরিবার। বিয়ের পর, আমার বাবার বাড়ি থেকে আরো টাকা ও স্বর্ণ আনতে বলে আমার স্বামী ও শ্বশুর-শাশুড়ি আমার ওপর নির্যাতন চালাতে শুরু করে। এমনকি আমার ভাইয়ের কাছ থেকে একটি মোটরসাইকেলও নেয় আমার স্বামী।’
‘তারা নিয়মিতই আমাকে নির্যাতন করত এবং চূড়ান্ত পর্যায়ে মুস্তাফা জানায়, আমার বাঁকা দাঁতের কারণে সে আমাকে আর পছন্দ করে না এবং আমার সঙ্গে আর থাকতেও চায় না। আমার শ্বশুর-শাশুড়ি ১০ থেকে ১৫ দিন আমাকে ঘরের মধ্যে আটকে রাখে।’