বাবরি মসজিদ রায় পুনর্বিবেচনার আবেদন করবে মুসলিম ল’ বোর্ড

ভারতের বিখ্যাত বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বীরা খুশি হলেও রায়ে অসন্তুষ্ট দেশটির সংখ্যালঘু মুসলিম সমাজ। আর সেজন্য রায় পুনর্বিবেচনার বিষয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মুসলিমদের ঐক্যবদ্ধ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, আগামী এক মাসের মধ্যেই রায় পুনর্বিবেচনা করে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গত ৯ নভেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেন ভারতের সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার পর আজ রোববার প্রথমবারের মতো বৈঠকে বসেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্যরা।
উত্তর প্রদেশের নদওয়াতুল ওলামায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার ব্যাপারে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত নেন ভারতের শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ। এ বৈঠকে আগামী একমাসের মধ্যেই রায় পুনর্বিবেচনার আর্জি দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পর মাওলানা আরশাদ মাদানী বলেন, মুসলিমদের আশাবাদী হওয়ার তেমন কিছুই নেই, তবুও রায় পুনর্বিবেচনার আর্জি দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।
বোর্ডের এই বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা সাইয়্যেদ রাবে হাসানী নদভী। এছাড়া বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানি, সাইয়্যেদ ওয়ালী রাহমানি, জমিয়তে উলামায়ে হিন্দের আমির মাওলানা আরশাদ মাদানী, জামাতে ইসলামী হিন্দের আমির সাইয়্যেদ জালালুদ্দিন উমরী, মাওলানা খালেদ রশিদ ফিরিঙ্গী মহল্লী, অ্যাডভোকেট জাফর ওয়াব গিলানি, মুফতী আতিক আহমদ বাস্তবী ও মাওলানা উমরাইন রহমানি।