বিজেপিকর্মীর গালে নারী ডিসট্রিক্ট কালেক্টরের থাপ্পড় (ভিডিওসহ)
১৪৪ ধারা অমান্য করে ভারতের মধ্যপ্রদেশে দেশটির নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়।
বিজেপির ওই মিছিলে স্থানীয় জেলা প্রশাসনের শীর্ষ এক নারী কর্মকর্তা দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে টেনে-হেঁচড়ে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি বিজেপির এক কর্মীর গালে চড় বসিয়ে দেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রদেশের রাজগর জেলায় গতকাল রোববার নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপি নেতার্মীদের মিছিলে এ ঘটনা ঘটেছে।
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিলের সময় বিজেপির নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর এই সংঘর্ষ হয়।
ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাজগর ডিসট্রিক্ট কালেক্টর নিধি নিবেদিতা মিছিলের মধ্যে বিজেপির এক কর্মীর শার্টের কলার ধরে তাঁর গালে চড় বসিয়ে দেন।
ঘটনার পর নিধি নিবেদিতা বার্তা সংস্থা এএনআইকে বলেন, বিক্ষোভকারীরা ওই অঞ্চলে মোতায়েনকৃত কর্মকর্তাদের কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে ও তাঁদের চুল ধরে টানা হেঁচড়া করেছেন। কর্মকর্তারা বলেছেন, পুরো ঘটনা ভিডিওতে ধরা পড়েছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নিধি নিবেদিতা আরো বলেন, ‘সমাবেশের অনুমতি দেওয়া হয়নি...১৪৪ ধারা অমান্য করে ৫০ থেকে ১০০ জন মানুষ মিছিল করেছেন। প্রশাসন ও পুলিশ যখন তাদের বাধা দেয়, তখন তারা দুর্ব্যবহার শুরু করে। আমাদের এক নারী কর্মকর্তাকে চুল ধরে টানা-হেঁচড়ার পর লাথি মারে। অন্য দুই নারী কর্মীর কাপড় খুলে ফেলার চেষ্টা করে।’