বিজেপি ক্ষমতায় বলেই অযোধ্যা মামলায় ‘অনুকূল’ রায়, বললেন দলীয় সাংসদ

ভারতের আলোচিত অযোধ্যা মামলার রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সাংসদ। কেন্দ্রে বিজেপি সরকার আছে বলেই অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট থেকে ‘অনুকূল’ রায় পাওয়া গেছে বলে দাবি করেছেন দলীয় সাংসদ মনসুখ ওয়াসওয়া।
এদিকে গুজরাটের বারুচের সাংসদ মনসুখ ওয়াসওয়ার এমন মন্তব্যের নিন্দা জানিয়ে তাঁর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। পরিস্থিতি বুঝে মনসুখ সুর পাল্টে বলেছেন, তিনি বলতে চেয়েছেন বিজেপি সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষম। এর আগে অযোধ্যার রায় প্রকাশের পরে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষও একই কথা বলেছিলেন। ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বারুচে গত বৃহস্পতিবার দলীয় কর্মীদের এক সভায় মনসুখ ওয়াসওয়া বলেন, ‘অযোধ্যা আন্দোলন চলছে স্বাধীনতার আগে থেকেই। এখন কেন্দ্রে বিজেপি সরকার আছে বলেই সুপ্রিম কোর্ট থেকে আমাদের অনুকূলে রায় পাওয়া গেছে।’ এদিকে মনসুখ ওয়াসওয়ার বক্তৃতার একটি ভিডিও ফুটেজ গতকাল শুক্রবার অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়। এর পর কংগ্রেস অভিযোগ করে, রায় নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন মনসুখ।
গত ৯ নভেম্বর অযোধ্যা বিবাদ মামলার রায় ঘোষণা করে ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের দেওয়া ঐতিহাসিক এই রায়ে বলা হয়, বাবরি মসজিদ যেখানে ছিল, সে স্থানে শর্তসাপেক্ষে জমি পাবে হিন্দুরা। তবে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের বিকল্প জমি বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত। অযোধ্যাতেই অন্যত্র পাঁচ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। এ বিষয়ে কেন্দ্রকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে তৈরি করতে হবে ট্রাস্ট। তারাই বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের রূপরেখা তৈরি করবে।