বিয়ের অনুষ্ঠানস্থলে ফাঁস দিয়ে মরলেন সফটওয়্যার প্রকৌশলী

জীবনের নতুন অধ্যায় শুরুর আধা ঘণ্টা আগে বিয়ের অনুষ্ঠানস্থলেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সফটওয়্যার প্রকৌশলী। ভারতের হায়দরাবাদের মেদচালের কোমপাল্লি জেলায় সম্প্রতি এ ঘটনা ঘটে।
কনভেনশন হলে উভয় পরিবারের লোকজন বিয়ের গাঁটছড়া বাঁধার অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু বর এন এস সন্দীপ তাঁর মেকআপ কক্ষ থেকে বের হচ্ছিলেন না। পরিবারের সদস্যরা বারবার দরজা ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সন্দীপের মরদেহ সিলিং ফ্যানে ঝুলতে দেখে।
এ ঘটনায় উপস্থিত দুই পরিবারের লোকজন হতবিহ্বল হয়ে পড়ে। উৎসবের আনন্দ একমুহূর্তে শোকে রূপ নেয়।
তবে সন্দীপ ঠিক কী কারণে এমন চরম পথ বেছে নিলেন তা এখনো জানা যায়নি। স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এই আত্মহত্যার কারণ উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে।