ব্রাজিলে করোনাভাইরাসে প্রায় চার লাখ প্রাণহানি
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আরো তিন হাজার ১৬৩ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে তিন লাখ ৯৮ হাজার ৩৪৩ জনে দাঁড়ালো।
ফলে এ ভাইরাসে মৃত্যুর দিক থেকে ব্রাজিল হচ্ছে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়। খবর ওয়ার্ল্ডোমিটার্সের।
মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৭৯ হাজার ৭২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে সংক্রমণের মোট সংখ্যা বেড়ে এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ২৮৯ জনে দাঁড়ালো।
লাতিন আমেরিকার এ দেশে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এপ্রিলে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে। চলতি মাসের এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত মার্চ মাসে দেশটিতে ৬৬ হাজার মানুষ করোনায় মারা যায়।
এদিকে করোনাভাইরাসে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাও পাওলো রাজ্যে এ পর্যন্ত মোট ৯৪ হাজার ৬৫৬ জনের মৃত্যু এবং ২৮ লাখ ৭৩ হাজার ২৩৮ জন আক্রান্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে সাও পাওলো গভর্নর জোয়াও ডরিয়া বলেন, সেখানের বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারে উৎসাহিত করতে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে।