ভারতে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ করোনার সংক্রমণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/28/india-t.jpg)
ভারতের মুম্বাইয়ে ট্রেনে ওঠার আগে শরীরের তাপমাত্রা মাপার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন যাত্রীরা। ছবি : রয়টার্স
ভারতে গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ করোনার সংক্রমণ ধরা পড়েছে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালে দেওয়া তথ্য অনুযায়ী, এক দিনে ৪৬ হাজার ৭৫৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গোটা ভারতের নতুন সংক্রমণের ৭০ শতাংশ হয়েছে কেরালা রাজ্যে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/28/india-insert.jpg 687w)
রয়টার্স জানায়, ভারত এক দিনে রেকর্ড পরিমাণ এক কোটি ডোজ করোনার টিকা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার আরেকটি সংক্রমণের ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সাবধান হতে বলেছেন।
ভারত এ পর্যন্ত ৬২ কোটি ২০ লাখের বেশি ডোজ টিকা দিয়েছে। দেশটিতে ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক লোক রয়েছে। এর অর্ধেকে অন্তত এক ডোজ টিকা দেওয়া সম্পন্ন করেছে ভারত সরকার।