ভারতে পৌঁছেছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিমান ‘রাফাল’ (ভিডিও)
ভারতের মাটিতে অবতরণ করল বহুল কাঙ্ক্ষিত ফ্রান্সের তৈরি ভয়ঙ্কর যুদ্ধবিমান ‘রাফাল’। চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটিতে অবতরণ করে ৫টি রাফাল যুদ্ধবিমান।
আম্বালা বিমান ঘাঁটিতে পৌঁছতেই তাদের ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়। ভারতীয় বিমানবাহিনী প্রধান আর কে এস ভাদুরিয়ার উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয়।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বুধবার দুপুর ১২টা নাগাদ ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে পাঁচটি রাফাল যুদ্ধবিমান।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ‘ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে পাখিরা। আম্বালায় অবতরণের জন্য শুভেচ্ছা।’
এর কিছুক্ষণ পরই আম্বালা এয়ারবেসে অবতরণ করে ভারতীয়দের বহুল কাঙ্ক্ষিত এই যুদ্ধবিমানগুলো।
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর ভারতের কাছে এলো বহুল প্রতীক্ষিত রাফাল। ৭,৩৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ফাইটার জেটগুলো এসে পৌঁছেছে। ৩৬টি সুপারসোনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে এই পাঁচটি ফাইটার জেট প্রথম পর্যায়ে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত ১২ জন ভারতীয় বিমানবাহিনীর পাইলট রাফাল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
ভারত ও ফ্রান্সের চুক্তি অনুসারে মোট ৩৬টি রাফাল ফাইটার জেট হাতে পাবে ভারত। ফলে ৩৬ জন পাইলটকে রাফাল চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্যে বেশিরভাগ পাইলটকেই ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে বলে জানা গেছে।