ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত : বেঁচে আছেন শুধু গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। একসঙ্গে এতগুলো মহামূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের সাগরে ডুবে গেছে ভারত।
আজ বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
হেলিকপ্টারটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। ১৩ জনের মৃত্যুর পর সঙ্কটাপূর্ণ অবস্থায় এখনো হাসপাতালে বেঁচে আছেন একজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি হলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গুরুতর দগ্ধ হওয়া বরুণ সিংকে তালিমানাড়ুর ওয়েলিংটন সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।
এদিকে, ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়ে।
আজ দুপুরে তামিলনাড়ুর সুলুরে অবস্থিত সেনাঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নীলগিরি নামক জায়গায় গিয়ে বিধ্বস্ত হয়। নিকটস্থ ওয়েলিংটন সামরিক স্থাপনার দিকে যাচ্ছিল সামরিক এমআই-সিরিজের হেলিকপ্টারটি।