ভালোবাসা দিবসে সিঙ্গেলদের স্বাধীনতা উপভোগ করতে বললেন ভারতীয় মন্ত্রী
সারা বিশ্বজুড়ে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে ভালোবাসা দিবস। দিনটিকে ঘিরে প্রেমিক-প্রেমিকা জুটিদের উন্মাদনার শেষ নেই। তবে এই দিবসে সিঙ্গেলরা কি করবে? এই প্রশ্ন থেকেই যায়। এবার সেই উত্তর দিলেন ভারতের নাগাল্যান্ডের উচ্চশিক্ষা ও উপজাতি বিষয়ক মন্ত্রী টেমজেম ইনা আলং। খবর এনডিটিভি।
প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় অ্যাক্টিভ থাকেন টেমজেম ইনা আলং। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিঙ্গেলদের জন্য একটি বার্তা দিয়েছেন তিনি। ওই বার্তায় তিনি সিঙ্গেলদের স্বাধীনতা উপভোগ করতে ও ভালোবাসা দিবস উদযাপন করতে বলেছেন।
নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি সংযুক্ত করে এক পোস্টে নাগাল্যান্ডের এই মন্ত্রী লেখেন, ‘স্বাধীনতা একটি গিফট, যা সবার জন্য নয়। চলো সবাই দিনটিকে উপভোগ করি। সিঙ্গেলদের জয় হোক।’
নাগাল্যান্ডের এই মন্ত্রীর পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। পোস্টটিতে ৩৮ হাজার রিয়্যাক্ট পড়েছে। নেটিজেনরা অনেক মন্তব্যও করছে।
এক নেটিজেন পোস্টের কমেন্টে লেখেন, ‘একটি হাসিমুখ মন্ত্রীর এই বার্তাকে অনেকদূর পর্যন্ত নিয়ে যেতে পারে।।’ আরেকজন লেখেন, ‘ভারতের সিঙ্গেলদের কার্যক্রম পরিচালনার জন্য আমার ভোট @আলমইমনা এর সঙ্গে রয়েছে। তবে, ছবিতে আপনার অভিব্যক্তি অন্য কিছু বলছে।’