মলদোভায় বিস্ফোরণ : জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/26/1088554_6233351021457.jpg)
মলদোভার ট্রান্সনিস্ট্রিয়ায় বিস্ফোরণের পর দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্দু জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট এ আহ্বান করেন। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, জরুরি বৈঠক শেষে প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে কথা বলবেন।
এর আগে সোমবার ওই অঞ্চলে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাবেক সোভিয়েত আমলের রেডিও টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে মলদোভার কর্তৃপক্ষ ট্রান্সনিস্ট্রিয়ায় উত্তেজনা বৃদ্ধির যে কোনো প্রচেষ্টাকে স্পর্শকাতর হিসেবে দেখে। ইউক্রেনের সীমান্তে অবস্থিত ওই অঞ্চলে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের আধিপত্য রয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/04/26/capture_7.jpg 687w)
এদিকে ইউক্রেনের ভয়, ট্রান্সনিস্ট্রিয়াকে ব্যবহার করে তার ভূমিতে হামলা চালানো হতে পারে।
আগেরদিন ট্রান্সনিস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে মাইয়াক ও গ্রিগোরিওপল জেলায়। এতে কোনো বাসিন্দা আহত হননি।