মসজিদে ‘যুদ্ধের লাল পতাকা’ উড়িয়ে দিল ইরান (ভিডিওসহ)
বাগদাদে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর প্রতিশোধের ইঙ্গিত জানিয়ে ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদের চূড়ায় ‘রেড ফ্ল্যাগ’ বা যুদ্ধের লাল ঝাণ্ডা উড়িয়েছে তেহরান।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, কম প্রদেশের পবিত্র জামকারান মসজিদের সর্বোচ্চ গম্বুজে লাল পতাকা ওড়াল ইরান। আর ওই ঘটনাটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে লাল পতাকা ওড়াল। পতাকাটিতে লেখা ছিল, ‘যারা হোসাইনের রক্তের বদলা নিতে চায়’।
এই পতাকা ওড়ানোকে জেনারেল সোলেইমানিকে হত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি হিসেবেও দেখা হচ্ছে এ পতাকাকে। শিয়া সংস্কৃতিতে লাল পতাকা অন্যায় রক্তপাতের বদলা নেওয়ার প্রতীক।
এর আগে গত শুক্রবার সোলেইমানিকে হত্যায় ক্ষুব্ধ হয়ে হাজার হাজার শোকার্ত মানুষ বাগদাদের রাস্তায় নেমে আসে এবং ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দিতে থাকে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এডিট কুদন ফোর্সের প্রধান জেনারেল সোলেইমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সুলেইমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করে পেন্টাগন।
ওই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজায়িসহ ইরানের ঊর্ধ্বতন পর্যায়ের বিভিন্ন নেতা আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন।