মারা গেলেন প্রযোজক চম্পাক জৈন

প্রয়াত প্রযোজক চম্পাক জৈন। ছবি : সংগৃহীত
ভারতের চলচ্চিত্র প্রযোজক চম্পাক জৈন মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতের বিখ্যাত প্রযোজনা ভেনাস রেকর্ডস ও টেপসের অন্যতম কর্ণধার ছিলেন চম্পাক। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ প্রযোজনা করেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ মুম্বাইয়ে চম্পাকের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।